Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Barapukuria Coal Mine
Details

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড অবস্থিত।বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল):খনি আবিষ্কার- ১৯৮৫, খনির গভীরতা- ১১৮ মিটার হতে ৫০৯ মিটার,খনি এলাকার আয়তন ৩ বর্গ কি.মি.,খনি বেসিনের আয়তন- ৬ বর্গ কি.মি.মোট সিম- ৬ টি, খনির জীবন কাল- ৬৪ বছর, চুক্তি স্বাক্ষরের তারিখ-৭.০২.১৯৯৪ (সাপলাইয়ার্স ক্রেডিট), ডেভেলপার -সিএমসি (চায়না),প্রকল্প ব্যয় -১৯৪.৯১ মিলিয়ন মার্কিন ডলার, বিসিএমসিএল-এর নিকট খনি সম্পূর্ণরূপে হস্তান্তর -২০১১ সাল,বাণিজ্যিক উৎপাদন শুরু -২০০৫ সাল, মোট মজুদ- ৩৯০ মিলিয়ন মে. টন, উত্তোলনযোগ্য মজুদ- ৬৪ মিলিয়ন মে. টন,বর্তমানে উৎপাদনে রয়েছে -১১১৪ নং ফেস (মিড জুলাই, ২০০৯-এ শেষ )১১১৪ নং ফেস শেষ হলে উৎপাদনে যাবে- ১১০৫ নং ফেস , এ পর্যন্ত উৎপাদন সম্পন্ন ৬ টি ফেস, ফেস নং-১১১০, ১১০১, ১১০৬, ১১০৯, ১১০৩, ১১০৪উৎপাদন লক্ষ্যমাত্রা/ প্রতিদিন -৩,৩০০ মে. টন।