Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
খোয়াড় ইজারা বিজ্ঞপ্তি
Details

খোয়াড় ইজারা বিজ্ঞপ্তি

       এতদ্বারা ৯নং হামিদ পুর ইউনিয়নের সবর্সাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে,  বিগত ১৮/০৩/২০১৯ ইং তারিখের ইউনিয়ন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক অত্র ইউনিয়নের নিম্ন বনির্ত ১৪(চৌদ্দ) টি খোয়াড় আগামী ০১/০৪/২০১৯ ইং তারিখ রোজ-সোমবার  সকাল   ১০.০০ ঘটিকা হতে ইউ,পি অফিসে প্রকাশ্যে (১লা বৈশাখ হতে ৩০শে চৈত্র)/১৪২৬ বাংলা সনের জন্য এক বছরের ইজারা দেওয়া হইবে । আগ্রহী ব্যক্তি গনকে ধায  তারিখে ইউ,পি অফিসে উপস্থিত হয়ে ডাকে অংশ গ্রহনের জন্য অনুরোধ করা হল।

খোয়াড়ের নাম ও স্থান

(০১) পুব শুকদেবপুর ঝাকুয়া পাড়া। (০২) পূব শুকদেবপুর আলেয়ার মোড়। (০৩) খলিলপুর বুড়া বাজার।

(০৪)খলিলপুর ঢেড়ের হাট।(০৫) পাটিকাঘাট জোস্নার মোড়।(০৬) ধুলা উদাল হাট। (০৭)  ইছব পুর।

(০৮) উত্তর চৌহাটি । (০৯) মধ্য দূগার্পুর খনির মোড়। (১০) বৈ-গ্রাম বাজার।  (১১)  বড়পুকুরিয়া বাজার।

(১২)  পাঁচ ঘরিয়া ।(১৩) দলদলিয়া ।(১৪) দক্ষিন পলাশবাড়ী নতুন বাজার।

খোয়াড় ডাকের শতাবলী

(০১) ডাকের সময় ডাককারীকে জামানত হিসাবে নগদ ১,০০০/-(এক হাজার) টাকা (ফেরতযোগ্য) নিম্ন স্বাক্ষর কারীর নিকট জমা দিয়ে ডাকে অংশ গ্রহন করতে হবে।

(০২). যাহার ডাক সবোচ্চ হবে তাহাকে ২৪ ঘন্টার মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সমুদয় টাকা পরিশোধ করতে হবে। সবোচ্চ ডাককারী নিদিষ্ট সময়ের মধ্যে সমুদয় টাকা পরিশোধ করতে না পারলে দ্বিতীয় ব্যক্তিকে ডাক দেওয়া হবে । দ্বিতীয় ব্যক্তি পরবতী ২৪ ঘন্টার মধ্যে সমুদয় টাকা পরিশোধ করতে না পারলে পুনরায় ডাক দেওয়া হবে এবং উভয়ের জামানত বাতিল বলিয়া গন্য হবে।তাহারা আর পুনরায় ডাকে অংশ গ্রহন করতে পারবে না।

(০৩) খোয়াড় পরিচালনার ক্ষেত্রে ইউ,পি কত্তৃক প্রদত্ত নীতি মালা অবশ্যই মেনে চলতে হবে।

(০৪) ডাককারীকে প্রকৃত ইহারা মুল্যের ১৫% ভ্যাট ও ৫% আয় কর প্রদান করতে হবে।

(০৫) যে কোন ডাক গ্রহণ কিংবা বাতিল করার ক্ষমতা নিম্ন স্বাক্ষর কারী সংরক্ষন করেন।

Attachments
Publish Date
25/03/2019
Archieve Date
02/04/2019