দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড অবস্থিত।বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল):খনি আবিষ্কার- ১৯৮৫, খনির গভীরতা- ১১৮ মিটার হতে ৫০৯ মিটার,খনি এলাকার আয়তন ৩ বর্গ কি.মি.,খনি বেসিনের আয়তন- ৬ বর্গ কি.মি.মোট সিম- ৬ টি, খনির জীবন কাল- ৬৪ বছর, চুক্তি স্বাক্ষরের তারিখ-৭.০২.১৯৯৪ (সাপলাইয়ার্স ক্রেডিট), ডেভেলপার -সিএমসি (চায়না),প্রকল্প ব্যয় -১৯৪.৯১ মিলিয়ন মার্কিন ডলার, বিসিএমসিএল-এর নিকট খনি সম্পূর্ণরূপে হস্তান্তর -২০১১ সাল,বাণিজ্যিক উৎপাদন শুরু -২০০৫ সাল, মোট মজুদ- ৩৯০ মিলিয়ন মে. টন, উত্তোলনযোগ্য মজুদ- ৬৪ মিলিয়ন মে. টন,বর্তমানে উৎপাদনে রয়েছে -১১১৪ নং ফেস (মিড জুলাই, ২০০৯-এ শেষ )১১১৪ নং ফেস শেষ হলে উৎপাদনে যাবে- ১১০৫ নং ফেস , এ পর্যন্ত উৎপাদন সম্পন্ন ৬ টি ফেস, ফেস নং-১১১০, ১১০১, ১১০৬, ১১০৯, ১১০৩, ১১০৪উৎপাদন লক্ষ্যমাত্রা/ প্রতিদিন -৩,৩০০ মে. টন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস