Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

(CITIZEN CHARTER)

ক.   রেকর্ড হালকরণ

     ১।   ভূমি নামপত্তনের মাধ্যমে খতিয়ান সংশোধন।

     ২।  পি, ও ৯৬/৭২ ও পি,ও ৯৮/৭২ এর প্রয়োগ।

    ৩। ভূমির শ্রেনী পরিবর্তন।

     ৪। লা-ওয়ারিশ সম্পত্তির ব্যবস্থাপনা।

     ৫। সিকস্থি, পয়স্থি জমির ব্যবস্থাপনা এবং রেকর্ড হালকরণ।

    ৬। এল,টি নোটিশের ভিত্তিতে নামপত্তন।

 

 খাস জমি ব্যবস্থাপনাঃ

১।খাস জমি চিহ্নিতকরণ।

২। খাস জমি উদ্ধারের পদক্ষেপ গ্রহণ।

৩। খাস জমি একসনা/দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত ।

 ৪। ভূমিহীনদের মধ্যে খাস জমি বিতরণ।

 ৫। আবাসন, আশ্রায়ন, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন।

৬। পরিত্যক্ত নদী/জলাশয় তদারকী, সীমানা নির্ধারণ এবং তালিকা হালনাগাদকরণ।

 

গ.ভূমি উন্নয়ন কর ধার্য ও আদায়ঃ

১।  জনগণ ও সংস্থার ভূমি উন্নয়ন করের বকেয়া হালদাবী নির্ধারণ ও আদায়

২।দাবী আদায়ের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও আদায় নিশ্চিতকরণ।

ঘ.  রেন্ট সার্টিফিকেট কার্যক্রমঃ

১।সার্টিফিকেট অফিসারের দায়িত্ব পালন।

২। ভূমি উন্নয়ন কর খেলাপীদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের ও আদায়।

 ৩। সার্টিফিকেট সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ গ্রহণ।

 ৪। সার্টিফিকেট কেস (নিলাম বিক্রয়) সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ।

 

ঙ.হাট বাজার

১। হাট বাজারের তালিকা সংরক্ষণ ও হাল নাগাদকরণ

২। হাট বাজারের পেরিফেরী নির্দ্ধারণ ও পুনঃ নির্দ্ধারণ

৩। তোহা বাজার ও চান্দিনা ভিটির সীমানা নির্ধারণ।

৪। হাট বাজার ইজারা প্রদানে সহায়তা ও ইজারার মূল্য নোটকরণ।

৫। অবৈধ দখলদারের উচ্ছেদ/অবৈধ দখলরোধ।

৬। অবলুপ্ত হাটবাজারের তালিকা সংরক্ষণ।

 

চ.   অর্পিত সম্পত্তিঃ

১। সেন্সাস তালিকা, অর্পিত সম্পত্তি সংক্রান্ত গেজেটের কপি এবং অর্পিত কেইস এর তপশীলসহ তালিকা সংরক্ষণ।

২। অবৈধ দখল উচ্ছেদ ও ইজারা প্রদান।

৩। অর্পিত সম্পত্তির ইজারা প্রদান, অর্থ আদায় ও ব্যবস্থাপনা।

 

ছ. জলমহাল ব্যবস্থাপনা ঃ

১।  উন্মুক্ত -বদ্ধ সকল জলমহালের সঠিক ও  হালনাগাদ তালিকা প্রনয়ণ ও বিবরণ প্রস্ত্ততকরণ।

২। ২০ একরের নিম্নের জলমহালের ইজারা প্রদান ও অর্থ আদায়।

জ.  দেওয়ানী মোকদ্দমা ঃ

১। সকল প্রকার সরকারী সম্পত্তি রক্ষার্থে/দেওয়ানী/ফৌজদারী মোকদ্দমা দায়ের।

২। সরকারী খাস, অর্পিত, পরিত্যক্ত/অন্যান্য প্রক্রিয়ায় অর্জিত সরকারী    সম্পত্তিসম্পর্কিত  দেওয়ানী মোকদ্দমা তদারকী।

৩।দেওয়ানী মোকদ্দমার প্রেক্ষিতে ইউনিয়ন ভুমি অফিস হতে তথ্য সংগ্রহপূর্বক জেলা প্রশাসকের দপ্তরে প্রেরণ।