Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাস্থ্য কর্মসূচী

স্বাস্থ্য কর্মসূচী 

১        চিকিৎসা পরামর্শ অনুযায়ী বিনা মূলে রক্ত,মল,মুত্র, কফ পরীক্ষা এবং এক্স-রে সুবিধা।

২       ডাইরিয়া রোগীর জন্য ওআরটি কর্ণার সহ ২৪ ঘন্টা চিকিৎসা সুবিধা।

৩        দিবা রাত্রি ২৪ ঘন্টা জরুরী প্রসূতি সেবা (ডেলিভারী চিকিৎসা সুবিধা)।

৪        বিদ্যমান সুযোগসুবিধা অনুযায়ী সাধারন ও মেজর অপারেশন সুবিধা।

৫        স্বাস্থ্য কর্মীর সরাসরি তত্বাবধানে (ডটস) যক্ষা রোগের চিকিৎসা ও বিনা মূল্যে ঔষধ।

৬        ০-১ বছর বয়সী শিশুদের ডিপথেরিয়া, হুপিয়কাশি, ধনুষ্ঠংকার, হাম, পোলিও, যক্ষা ও হেপাটাইটিস রোগের প্রতিষেধক টিকা।

৭       ০-৫ বছর বয়সী শিশুদের আই,এম,সি,আই কর্ণারে আলাদাভাবে চিকিৎসা সেবা।

৮        নিউমোনিয়া রোগের চিকিৎসা সেবা।

৯        ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের সিডউল মোতাবেক টিটি ০৫ ডোজ ধনুষ্টংকারের টিকা।

১০        হাসপাতালে আগত রোগী ও রোগীদের সঙ্গীদের স্বাস্থ্য পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষাদান।

১১        সক্ষম দম্পতিদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান ও পদ্ধতি নির্বচনে সহায়তা।

১২       বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে রেফারকৃত রোগীদের অধিকতর গুরুত্ব সহকারে সেবা প্রদান।

১৩        ভর্তি যোগ্য রোগীদের অন্তঃবিভাগে ভর্তি ও চিকিৎসা সেবা।

১৪       প্রয়োজন বোধে উন্নত চিকিৎসার জন্য কোন কোন রোগীকে জেলা হাসপাতাল/মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা ।

১৫       সরকারী নীতিমালার আওতায় এ্যাম্বুলেন্স সার্ভিস সকলের জন্য উন্মুক্ত।