এতদ্বারা অত্র ৯নং হামিদপুর ইউনিয়নের সকল জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত কয়েকদিন ধরে জন্ম নিবন্ধন সার্ভার https://bdris.gov.bd সমস্যা থাকার কারণে জন্ম নিবন্ধন সনদ প্রিন্ট করা যাচ্ছে না। যাহার কারণে জন্ম নিবন্ধন সনদ যথা সময়ে প্রদান করা সম্ভব হচ্ছে না। সার্ভার সচল হওয়া মাত্রই জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হবে।