ঢেরের হাট বাজারের পুরাতন নাম ছিল খলফার হাট। একজন দর্জী দ্বারা এ বাজার গঠন হয়। পরবর্তীতে এই বাজারের নাম রাখা হয় ঢেরের হাট। পর্যায়ক্রমে স্থানীয়দের উদ্যোগে এখন একটি অন্যতম বাজারে প্রসিদ্ধ লাভকরছে । বর্তমানে এখানে বিভিন্ন যেকোন পন্য সমগ্রী পাওয়া যায় এবং যোগাযোগ ব্যবস্থা বদরগঞ্জ থেকে ফুলবাড়ী শহরের সাথে অত্যান্ত ভাল ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস