হামিদপুর ইউনিয়নের মধ্যস্থলে বিশাল জনগোষ্ঠির মধ্যে কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় বৃহৎ অনগ্রসর জাতীকে এগিয়ে নিতে অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি জনাব, মোঃ উমর উদ্দিন, জনাব, মোঃ আব্দুস সালাম সরকার, জনাব, মোঃ আব্দুর রহিম সরকার, জনাব, মোঃ ইউনুস আলী শাহ, জনাব, মোঃ গোলাম সারওয়ার, জনাব, মোঃ মাহবুবার রহমান, জনাব, মোঃ মজমুল হক সরকার, জনাব, মোঃ আজের উদ্দিন সরকার, জনাব, মোঃ আতাউর রহমান সরকার, জনাব, মোঃ শহীদ হোসেন, জনাব, মোঃ আনোয়ার হোসেন মন্ডল প্রমুখসহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় এবং জনাব, মোঃ জাহেদুল ইসলাম সাহেবের জমি দান পত্রের মাধ্যমে ১৯৯৩ ইং সালে হামিদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৫ ইং সালে পূর্ণাঙ্গ রুপে হামিদপুর উচ্চ বিদ্যালয় হিসেবে পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। ইহার পরবর্তী পর্যায়ে এলাকার গুনিজন জনাবা, মোছাঃ আনজুমান আরা বানু সভাপতি অত্র বিদ্যালয় ও জনব, মোঃ আমিনুল হক সরকার, সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর মহোদয়ের সস্ত্রীক, ঐকান্তিক প্রচেষ্ঠায় ফিজার একাডেমিক ভবন নামে দ্বিতল ভবন নির্মিত হয়। তৎপরবর্তী সময়ে সরকারি অর্থায়নে প্রায় ০৪ (চার) কোটি টাকা ব্যয়ে ০৪ (চার) তলা বিশিষ্ট্য সু-বিশাল একাডেমিক ভবন নির্মিত হয়।
বর্তমানে বিদ্যালয়টি দক্ষ পরিচালনা কমিটি ও প্রশিক্ষন প্রাপ্ত সু-দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়টি প্রায় ০৪ (চার) শত এর অধিক শিক্ষার্থী রয়েছে। ফলাফল ও সহশিক্ষা মূলক কার্যবলীর দিগ থেকে বিদ্যালয়টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্বের তালিকায় স্থান লাল করছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
মোঃ আব্দুর রউফ | 01717088912 | mdabdurrouf120992@gmail.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
মোঃ নূরুন্নবী সরকার | 01722128151 | nurunnobisarker0@gmail.com |
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৪৬
|
২১ | ৬৭ |
৭ম
|
২৮ | ২৪ | ৫২ |
৮ম
|
৪৭ | ৩২ | ৭৯ |
৯ম
|
২৩ | ৩১ | ৫৪ |
১০ম
|
৩৬ | ৩২ | ৬৮ |
মোট | ১৮০ | ১৪০ | ৩২০ |
নাম
|
পদবী
|
মোঃ আতাউর রহমান সরকার
|
সভাপতি
|
মোঃ আব্দুল রহিম সরকার
|
অভিভাবক সদস্য
|
মোঃ শহীদ হোসেন
|
অভিভাবক সদস্য
|
মোঃ আবু হাসান
|
শিক্ষক সদস্য
|
মোঃ মতিয়ার রহমান
|
অভিভাবক সদস্য
|
মোঃ আনোয়ারুল হক
|
শিক্ষক সদস্য
|
মোঃ হেলাল হোসেন
|
শিক্ষক সদস্য
|
মোছাঃ ফাতিমা খাতুন
|
মহিলা শিক্ষক সদস্য
|
মোঃ রেজওয়ানুল হক
|
দাতা সদস্য
|
মাছিহাতুর রহমান সুমি
|
মহিলা অভিভাবক সদস্য
|
মোঃ আব্দুর রউফ
|
সদস্য সচিব
|
পাশের সন | পরিক্ষার্থীর সংখ্যা |
উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা
|
পাশের হার |
২০১৯
|
৫৭ | ৪৪ | ৭৭.১৯% |
২০২০
|
৫৭ | ৩৮ | ৬৬.৬৭% |
২০২১
|
৪৬ | ৪৬ | ১০০% |
২০২২
|
৪৯ | ৩৩ | ৬৭.৩৫% |
২০২৩
|
৫৬ | ৫১ | ৭৩.২১% |
মোট | ২৬৫ | ২১২ |
|
বিগত ০৫ বছর যাবত বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীম্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান এবং জেলা পর্যায়ে রানার্স আপ হয়ে আসছে।
১। ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা।
২। ক্লাসে দূর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে অতিরিক্ত সময়ে পাঠদানের ব্যবস্থা।
৩। শতভাগ পাসের হার বৃদ্ধিসহ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা।
৪। বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীম্মকালীন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান অর্জনের প্রচেষ্টা অব্যহত রাখা।
পার্বতীপুর উপজেলা সদর থেকে দক্ষিনে ২৫ কিলোমিটার পার্বতীপুর ভবানীপুর থেকে খয়েরপুকুর হাট ফুলবাড়ী পাকা রাস্তার পার্শ্বে ধুলাউদাল বাজারে অবস্থিত।
ক্রঃ নং
|
ছাত্র/ছাত্রীর নাম
|
শ্রেণী
|
০১ | কৃষ্ণা রানী | ৯ম |
০২ | নাদিয়া তাসনিম বিনতি | ৯ম |
০৩ | তাসরিন তাহমিদা তিশা | ৯ম |
০৪ | মোছাঃ আসিয়া খাতুন | ১০ম |
০৫ | মোছাঃ মুনিয়াত জাহান | ১০ম |
০৬ | মোছাঃ জানমুন নাহার | ১০ম |
০৭
|
মোছাঃ রুকাইয়া জাহান
|
১০ম
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস